images

সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি

২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯ পিএম

জামালপুরের নান্দিনা মহেশপুর কালিবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার সদর উপজেলার নান্দিনা মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাজ আহমেদ (৩৫) জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক ছিলেন। তিনি আহমেদ নান্দিনা পুরাতন পাড়া এলাকার বাসিন্দা।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, মহেশপুর কালিবাড়ী বাজার এলাকায় নিহত রাজ আহমেদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রতিনিধি/ এমইউ