images

সারাদেশ

কালীগঞ্জে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

জেলা প্রতিনিধি

২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ আছে তাসনিম হোসেন (১১) নামে আরও এক শিশু। তবে জিম (১০) নামে এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিস কর্মীরা এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

নিহত ফাতেমা খাতুন (৮) উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও নিখোঁজ তাসমিম (১১) উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর ছেলে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন (১০) বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।  

স্থানীয়রা জানায়, দুপুর ১ টার দিকে ফাতেমা, তাসনিম ও জিম নামের তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে জিম নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাসমিম নামের আর এক শিশু নিখোঁজ রয়েছে। তাসমিম কয়েক দিন আগে নানাবাড়ি বেড়াতে এসেছে। তাকে উদ্ধারে এখনও স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে পুকুরটিতে।  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একজন এখনও নিখোঁজ রয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/ এমইউ