images

সারাদেশ

দীঘিনালায় গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পিএম

images

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একটি গাছ থেকে মো. হানিফ (৩০) এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দীঘিনালা পুলিশ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস এলাকার গাছ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত মো. হানিফ উপজেলার জালাল উদ্দিন মীরের ছেলে।

আরও পড়ুন

গভীর রাতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কিশোরের

জানা যায়, গতকাল রাতে মাহফিলে গিয়ে আর বাসায় ফিরেনি। সকাল বড় গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। 

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, আমরা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

প্রতিনিধি/এসএস