জেলা প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ এএম
ঘন কুয়াশার কারণে আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার কবলে পড়েছে তিনটি গাড়ি। মুন্সিগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামড়া ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় দাঁড় করিয়ে রাখা একটি প্রাইভেটকারের পেছনে দুটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন।
সোমবার (২৩ ডিসেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের একটি ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে উদ্ধার কাজ চালায়।
জানা গেছে, ঘন কুয়াশার কারণে একটি প্রাইভেটকারের চালক গাড়ি থামিয়ে গ্লাস পরিষ্কার করছিল। গাড়ি থামানোর কিছু সময়ের মধ্যেই একটি কাভার্ডভ্যান পেছন থেকে প্রাইভেটকারটিতে ধাক্কা দেয়। পরে সেই কাভার্ডভ্যানের পেছনে আরেকটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান এক নারী। আহত হন বেশ কয়েকজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
ঢাকা মেইলকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী। নিহতের নাম পরিচয় শনাক্ত হলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।
ঘন কুয়াশার কারণে গতকালও মহাসড়কের একই এলাকায় ১২টি যানবাহনের সংঘর্ষ হয়েছিল। ওই দুর্ঘটনায় একজন নিহতসহ গুরুতর আহত হয়েছিল বেশ কয়েকজন।
প্রতিনিধি/এমআর