images

সারাদেশ

৯ হত্যা মামলায় কারাগারে দুই আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি

২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ এএম

হবিগঞ্জের বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ৯ হত্যা মামলায় দুই আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়। 

অভিযুক্তরা হচ্ছেন - উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গনেশ দাস (৫০) ও উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক শাহজাহান মিয়া (৪৮)।

এর আগে শনিবার রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৫ আগস্ট আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ জন নিহত হন। এ ঘটনায় একটি মামলা করা হয়। গনেশ দাস ও শাহজাহান মিয়া মামলার অন্যতম আসামি। ঘটনার পর থেকেই তারা পলাতক ছিলেন।

শনিবার সন্ধ্যায় মার্কুলি বাজার থেকে গ্রেফতার করা হয় গনেশ দাসকে এবং রাত ৯টার দিকে বানিয়াচং উপজেলা সদর থেকে গ্রেফতার করা হয় শাহজাহান মিয়াকে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

প্রতিনিধি/ এমইউ