জেলা প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২৫ এএম
নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে ৬ গ্রাম হেরোইনসহ নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এসময় তার কাছ থেকে একটি হেরোইন মাপার যন্ত্র, ৫০০ টাকার একটি জাল নোট ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সোমবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর (শেখবাড়ি) নিজ বাড়ি থেকে তাকে হেরোইনসহ আটক করা হয়।
নেত্রকোনা আর্মি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর নাজমুজ সাকিব এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক নূরে আলম রিয়াদ পৌরশহরের দক্ষিণ দৌলতপুর (শেখবাড়ি) এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদে সোমবার রাত দশটার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুরে নূরে আলম রিয়াদের বাড়িতে অভিযান চালায় মোহনগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাপ্টেন তাহমিদুল আলম নোমানের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা। বাসা তল্লাশি করে ৬ গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, ৫০০ টাকার একটি জাল নোট পাওয়ার পর তাকে আটক করা হয়।
মেজর নাজমুজ সাকিব জানান, আটক নূরে আলম রিয়াদকে হেরোইন ও জব্দকৃত সরঞ্জামসহ রাতেই মোহনগঞ্জ থানায় হস্তান্তর কার হয়েছে।
প্রতিনিধি/এজে