জেলা প্রতিনিধি
১৬ ডিসেম্বর ২০২৪, ০৩:০০ পিএম
নরসিংদীর রায়পুরায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান টিটু নামে ট্রাকচালক নিহত হয়েছেন।
এ ঘটনায় বাসের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জেলার রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ ঝারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক হাবিবুর রহমান টিটু ঝিনাইদহের কালীগঞ্জের আনসার মোল্লার ছেলে। তাৎক্ষণিক আহতদের কারও নাম পরিচয় জানা যায়নি।
ভৈরব হাইওয়ে থানার এএসআই রাসেল মিয়া ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে এসআই রাসেল মিয়া জানান, ভোর ৪টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে রায়পুরার মাহমুদাবাদ ঝারতলা এলাকায় জৈবসার বোঝাই ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক ঘটনাস্থলে নিহত ও বাসের চালকসহ তিন জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।
তিনি আরও জানান, দুর্ঘটনায় গাড়ি দু’টির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। বাস ও ট্রাক দুটি জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করে হাইওয়ে পুলিশ।
প্রতিনিধি/এসএস