images

সারাদেশ

ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

জেলা প্রতিনিধি

১৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পিএম

ইন্দুরকানীতে গাছ থেকে পড়ে মো. শাহাজাহান (৬৭) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে জানাজা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

নিহত শাহাজাহান উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হাওলাদার বাড়ির মৃত আ. মজিদ হাওলাদারের ছেলে। 

স্থানীয় মো. শরিফুল ইসলাম জানান, শাহাজাহান ভাই (শনিবার ১৪ ডিসেম্বর) সন্ধ্যায় গাছে ডাল কাটার জন্য ওঠেন। তখন গাছ থেকে পড়ে গিয়ে আহত হন। 

পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনাতে পাঠানো হয়। খুলনার একটি হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/ এমইউ