images

সারাদেশ

কুমিল্লায় নিরাপত্তাহীনতায় ভুগছেন মানবাধিকার কর্মী শুভ্র

জেলা প্রতিনিধি

১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পিএম

images

কুমিল্লায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় সাংবাদিক, মানবাধিকার কর্মী ও ক্ষুদ্র ব্যবসায়ী মওদুদ আব্দুল্লাহ শুভ্র। ২০১৭ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত বিভিন্ন প্রশাসনিক মহলে অভিযোগ করেও সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পাচ্ছেন না। সন্ত্রাসীরা এতটাই বেপোরোয়া যে তারা কাউকে ভ্রুক্ষেপ পর্যন্ত করে না। প্রশাসনিক নিরাপত্তাসহ আইনগত সুরক্ষার কোন ধরনের ফল না পেয়ে হতাশ এই তরুণ সাংবাদিক এবং ক্ষুদ্র ব্যবসায়ী।

সম্প্রতি তিনি একটি অভিযোগ জমা দিয়েছেন কুমিল্লা কোতোয়ালি থানায়। অভিযোগ থেকে জানা গেছে, মওদুদ আব্দুল্লাহ শুভ্র মানবধিকার কর্মী ও মেসার্স মওদুদ ভ্যারাইটিজ কনস্ট্রাকশন এবং মওদুদ বিল্ডার্সের একক স্বত্বাধিকারী। আসামি পক্ষের চেনা জানা লোকজন এই বিবাদীর মোবাইল নাম্বারে হুমকি প্রদান করে আসছে। অপরাধীরা বিভিন্নভাবে মওদুদ শুভ্রকে নাজেহাল, মারধরসহ চাঁদা দাবি করছে। মওদুদ শুভ্র'কে হত্যার উদ্দেশ্যে উক্ত সন্ত্রাসীরা ছুরিকাঘাতও করেছে। তখন এই সন্ত্রাসী বাহিনীকে পুরাপুরি শনাক্ত করতে না পেরে থানায় মামলা করা যায়নি এবং আসামিরা বেশিরভাগ আওয়ামী লীগ নেতাদের অনুসারী হওয়ায় সকল স্থানে আধিপত্য বিস্তার করত। তাকে আহত করার পর পুনরায় এসে চাঁদা দাবি করায় আসামিদের চিহ্নিত করে অজ্ঞাতনামাসহ আরও কিছু আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, মামলা দায়েরের পর প্রশাসনসহ যৌথ বাহিনী আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত রেখেছে। আসামিরা পলাতক থাকায়, আসামি পক্ষের অচেনা লোকজন প্রতিনিয়ত বিভিন্ন ছদ্মবেশে মোটরসাইকেল, প্রাইভেটকার ইত্যাদি দ্বারা মওদুদ শুভ্র'র চলাফেরা, গতিবিধি অনুসরণ করে হুমকি দেয়। চাঁদার টাকা না পেলে আমাকে যেকোন উপায়ে গুম-খুন করার হুমকি দেয়। আমার নামে মিথ্যা মামলা দিয়ে এবং আমার পরিবার-পরিজনের ক্ষয়ক্ষতি করবে বলে প্রকাশ্যে, মোবাইল ফোনে ও এসএমএস দিয়ে হুমকি দেয়। ইতোমধ্যে তারা আমার ফেসবুক আইডি হ্যাকও করেছে এবং নানাবিধ অপরাধের আশ্রয় নিচ্ছে।

মাসিক মানবাধিকার খবর’র সম্পাদক ও প্রকাশক রিয়াজ উদ্দিন বলেন, মানবিক ও সামাজিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র উচ্চ শিক্ষিত মানুষ। তার উপর বিগত দিনে এমন বর্বরতামূলক আক্রমণের তীব্র নিন্দা জানাই। অতি দ্রুত আসামিদেরকে গ্রেপ্তার করাসহ বর্তমানে যে বা যারা তাকে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকি-ধামকি দিচ্ছে বিভিন্ন চক্রান্ত করে; তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদ শাওন বলেন, মওদুদ আব্দুল্লাহ শুভ্র একজন মানবাধিকার কর্মী। তিনি বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ। বিগত দিনও তাকে নানাবিধ ষড়যন্ত্র করে গুম-খুন করার চেষ্টা সন্ত্রাসীরা করে আসছিলো। তার উপর এমন সন্ত্রাসী আক্রমণ ও বর্তমানে উক্ত সন্ত্রাসী মহলসহ যে বা যারা তার সাথে অন্যায় করছে; আশা করি কুমিল্লার পুলিশ প্রশাসনসহ যৌথ বাহিনী উক্ত মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ সকল প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, পুলিশ এই মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করছে। অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার করাসহ তথ্য সূত্রের মূল আসামিদেরও আইনের আওতায় আনা হবে। এই বিষয়ে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না।

এসজে/এফএ