images

সারাদেশ

নিজকক্ষ হতে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পিএম

images

শেরপুরের নকলায় সিফাত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সিফাত নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। সিফাত ওই এলাকার ওয়াসিম মিয়ার ছেলে।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

রাজশাহীতে সাংবাদিককে বাসা থেকে অপহরণচেষ্টার অভিযোগ

পুলিশ ও স্থানীয়রা জানায়, সিফাত মিয়া সবার অগোচরে ১১ ডিসেম্বর সকালে তার শয়ন কক্ষের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে। তার নানা (বুরন মিয়া) সিফাতের শয়ন কক্ষে ঝুলন্ত দেখে ডাকচিৎকার শুরু করেন। পরিবারের অন্যান্যরা এসে দেখে সিফাতের মরদেহ রশিতে ঝুলছে। এরপর তারা নকলা থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সিফাতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, পশ্চিম টালকী এলাকা হতে সিফাত নামের এক ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরবর্তী আইনি ব্যবস্থা অব্যাহত আছে।

প্রতিনিধি/এসএস