images

সারাদেশ

কুড়িগ্রা‌মে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি

১০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পিএম

কুড়িগ্রা‌মের রাজারহা‌টে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হ‌য়ে‌ছেন। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজারহাট-তিস্তা সড়কের মণ্ডলের বাজার নামক এলাকায় এ ঘটনা ঘ‌টে। 

নিহতের নাম রবীন্দ্রনাথ রায় (৩৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা গ্রামের মৃত টুলু রামের ছেলে।

পু‌লিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার বি‌কে‌ল সাড়ে ৪টার দিকে রবীন্দ্রনাথ ও তার শ্যালক রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে রংপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে মণ্ড‌লের বাজার নামক স্থানে রাজারহাটগামী একটি দ্রুতগ‌তির পিকআপভ্যান তা‌দের মোটরসাইকেলটিকে ধাক্কা দি‌য়ে পা‌লি‌য়ে যায়। এ সময় মোটরসাইকেল চালক রবীন্দ্রনাথ (৩৫) ও তার শ্যালক অন্তর রায় (২১) গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ‌নি‌য়ে গে‌লে কর্তব্যরত চিকিৎসক রবীন্দ্রনাথ রায়কে মৃত ঘোষণা করেন। আহত অন্তর রায় ওই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তু‌তি চল‌ছে।

প্রতিনিধি/ এমইউ