জেলা প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩১ পিএম
গাইবান্ধার আমলি আদালতে চন্দনা রানী প্রতিমা (৩২) নামের এক নারীর বিরুদ্ধে নির্যাতন মামলা করেছেন তার স্বামী রবীন্দ্র নাথ কর্মকার (৪২)। এই মামলা আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বিচারক জান্নাতুল ইসলাম।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আমলি আদালতে এই মামলা দায়ের করা হয়।
মামলার বাদী রবীন্দ্র নাথ কর্মকার সুন্দরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামের মৃত যোগেশ চন্দ্র কর্মকারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার বামন জল গ্রামের সুরেশ চন্দ্রের মেয়ে চন্দনা রানী প্রতিমাকে দেড় যুগ আগে বিয়ে করেন রবীন্দ্র। এরই মধ্যে বাদীর কাছে ৩৫ শতক জমিসহ ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন চন্দনা রানী প্রতিমা। এ নিয়ে প্রায়ই স্বামীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন এই নারী। এছাড়াও বিভিন্ন অভিযোগ আছে প্রতিমার বিরুদ্ধে।
এ বিষয়ে বাদী রবীন্দ্র নাথ কর্মকার বলেন, আমার স্ত্রী চন্দনা রানী প্রতিমা খুবই বদমেজাজের। জমি লিখে চাওয়াসহ আমার কাছে ৩০ লাখ টাকা যৌতুক দাবি করেন। এসব না দিলে সংসার করবেন না বলেও আমাকে হুমকি দেন। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য আদালতে মামলা করেছি।
এ ঘটনায় অভিযুক্ত চন্দনা রানী প্রতিমার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী ও গাইবান্ধা জেলা জজ কোর্টের অ্যাডভোকেট আবেদুর রহমান। তিনি বলেন, বিচারকের জারি করা সমনের ভিত্তিতে পরবর্তী শুনানি হবে।
প্রতিনিধি/ এমইউ