images

সারাদেশ

জয়পুরহাটে ৫৯ কেজি গাঁজাসহ মাদককারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৫ পিএম

জয়পুরহাটে অভিনব কায়দায় মিনি ট্রাকে পাচারের সময় ৫৯ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক কারবারি ইব্রাহিমকে গ্রেফতার করেছে র‌্যাব।

সদর উপজেলার ভাদসা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট র‌্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

thumbnail_1000041978

গ্রেফতার ইব্রাাহিম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাখরাবাদ বলবদী গ্রামের কফিল উদ্দিনের ছেলে।

আরও পড়ুন

নড়াইলে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

র‌্যাব জানায়, ইব্রাাহিম কুমিল্লা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি বিক্রি করতেন। গত রাতে সে গাঁজার বড় একটি চালান পাচার করছে এমন গোপন সংবাদ আসে র‌্যাবের কাছে। এমন সংবাদে র‌্যাব সদস্যরা জয়পুরহাটের ভাদসা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি মিনিট্রাকে প্লাস্টিকের ড্রামের নিচে লুকিয়ে রাখা পাটাতনের ওপর রাবার ম্যাট দিয়ে ঢেকে রাখা ৫৯ কেজি গাঁজাসহ ইব্রাহিমকে গ্রেফতার করা হয়।

ওই মাদককারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/এসএস