images

সারাদেশ

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত

জেলা প্রতিনিধি

০৯ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পিএম

নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন হয়েছেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকালে নীলফামারী সদর উপজেলার ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের সামনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়।

এছাড়াও রোববার (৮ ডিসেম্বর) দুপুরে ডোমার উপজেলার বোড়াগাড়ির ডোমার-গোমনাতী সড়কে কালার মোড় এলাকায় তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন, ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাইদার ইসলামের ছেলে বুলবুল ইসলাম (২৬), সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাড়াইশাল মাঝাপাড়া এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে আলমগীর হোসেন (১৭)

আরও পড়ুন

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, সকাল সাড়ে ৮টার দিকে ঢেলাপীর বাজার সংলগ্ন ইকু জুটমিলের পাশে নীলফামারী থেকে সৈয়দপুরগামী পাকা রাস্তার ওপর অজ্ঞাত যানবাহনের সঙ্গে দুর্ঘটনায় কবলিত হয়ে ঘটনাস্থলে আলমগীর হোসেন নামে কিশোরের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, গতকাল দুপুরে তিনটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনা মোটরসাইকেলে থাকা ৭ আরোহী আহত হন। গুরুতর আহত অবস্থায় বুলবুল ইসলাম নামে একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এসএস