জেলা প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পিএম
বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের বেসক্যাম্প জয় করেছেন গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক মো. ফারুক হোসেন।
রোববার (৮ ডিসেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।
সহকারী অধ্যাপক ফারুক হোসেন জানান, বাংলাদেশ থেকে ৬ নভেম্বর নেপালের রাজধানী কাঠমন্ডু পৌঁছান তিনি। সেখান থেকে ৭ নভেম্বরে মাউন্ট এভারেস্টে যাত্রা শুরু করেন।
১৭ নভেম্বর টানা ১০ দিনের চেষ্টায় এভারেস্টের ১৭ হাজার ৫৯৮ ফুট উচ্চতায় অবস্থিত বেসক্যাম্পে পৌঁছান তিনি। বাংলাদেশ সময় বেলা ১১টায় সেখানে তিনি বাংলাদেশের পতাকা ওড়ান। এরপর সেখান থেকে ১৯ নভেম্বর আমা-দাবালাম বেসক্যাম্পে পৌঁছান তিনি।
এ বিষয়ে তিনি আরও বলেন, 'অনেক স্বপ্ন ছিল বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্ট এভারেস্টের চূড়া স্পর্শের। সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে।'
প্রতিনিধি/ এমইউ