images

সারাদেশ

বগুড়ায় ভটভটির সঙ্গে অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

জেলা প্রতিনিধি

০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:০৪ এএম

বগুড়ার আদমদীঘিতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে আব্দুল মতিন (৫৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার সান্তাহার পূর্ব ঢাকা রোডে আশা ফিলিং স্টেশন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আব্দুল মতিন উপজেলার কুন্দগ্রাম ইউপির শিববাটী গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আদমদীঘি হাট থেকে দুটি ছাগল কিনে অজ্ঞাত এক নারী ব্যাটারিচালিত অটোরিকশায় তুলে সান্তাহারের দিকে যাচ্ছিলেন।

এসময় আশা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ব্যাটারিচালিত অটোরিকশার বডি দুমড়ে-মুচড়ে যায়।

স্থানীয়রা চালক আব্দুল মতিনকে উদ্ধার করে প্রথমে আদমদীঘি ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং অজ্ঞাত ওই নারীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যা সাড়ে ৭টায় চালক আব্দুল মতিন চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধারসহ ঘটনাস্থল থেকে ভটভটি ও অটোরিকশা থানায় নেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এজে