জেলা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:১২ পিএম
জামালপুরের দেওয়ানগঞ্জে জিল বাংলা সুগার মিলে ২০২৪-২৫ সালের আখ মাড়াই মৌসুম শুরু হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) লিপিকা ভদ্র।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জিল বাংলা সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশারফ হোসেন।
এ সময় বক্তব্য দেন - দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন সাইফ, দেওয়ানগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুরুল হক মঞ্জু, সদস্য সচিব আতিকুর রহমান সাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু শ্যামল চন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সহ-সেক্রেটারি মো. ইসমাইল হোসেন।
জিলা বাংলা সুগার মিলের ওয়ার্কাস ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল কায়সার, জেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য রাশেদুল ইসলাম।
উল্লেখ্য, মিলটির ৬৭ তম মাড়াই মৌসুমে মিল কর্তৃপক্ষ ৭৯ কার্য দিবসে ৭১ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত রিকভারিতে ৪৯৭০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। যদি এ মৌসুমে লাভ না হয় তবে লোকসানের তালিকা আরও একধাপ বৃদ্ধি পাবে।
এখন পর্যন্ত মিলটি ৬৬ মাড়াই মৌসুমের মধ্যে লোকসান গুনেছে ৪৮ মাড়াই মৌসুম। এতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ৬৫৬ কোটি ৭৫ লাখ সাত হাজার ৩৬৫ টাকা। এ পর্যন্ত প্রতিষ্ঠানটির ঋণ ৩৯১ কোটি টাকা।
প্রতিনিধি/ এমইউ