জেলা প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
নাটোর চিনিকলের আখবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ আলী (২৯) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় এক পথচারী আহত হন।
শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নাটোর শহরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হানিফ আলী (২৯) নাটোর সদর উপজেলার ঠাকুর লক্ষ্মীপুর এলাকার আব্দুল বারেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা ১১টার দিকে শহরের বনবেলঘরিয়া বাইপাস এলাকায় নাটোর চিনিকলের আখবাহী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক হানিফ আলী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় অপর এক পথচারী আহত হন।
নাটোর সদর থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ হাসপাতালে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।
প্রতিনিধি/এসএস