images

সারাদেশ

বরগুনায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ পিএম

বরগুনায় অবৈধ টাফি পাড়িতে (ছয় চাক্কা) পিষ্ট হয়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। পরে টাফি চালক মো. হাসান মোল্লাকে (৩৫) জনতা ও শিক্ষার্থীরা আটক করে পুলিশে সোপর্দ করে। 

বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরে বামনা উপজেলার বামনা-পাথরঘাটা সড়কের জাফ্রাখালী ব্রিজে এই ঘটনা ঘটে।

এ সময় ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থী ও স্থানীয়রা বিক্ষোভ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার ও নৌবাহিনীর টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ ওই শিক্ষার্থী বিদ্যালয় থেকে পরীক্ষা শেষে বাড়ি ফিরছিল। তখন অবৈধ পরিবহন টাফি (ছয় চাক্কা) বামনা থেকে চালবোঝাই করে ডৌয়াতলা যাচ্ছিল। এরপর জাফ্রাখালী ব্রিজে পৌঁছে ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকার লোকজন ঘাতক  টাফি চালককে আটক করে এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। 

নিহত শিক্ষার্থীর নাম আজমেরী আক্তার মীম (১৩)। সে জাফ্রাখালি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। মীম বামনা উপজেলার জয়নগর গ্রামের আ. হালিমের মেয়ে।

বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপর ঘাতক ড্রাইভারকে আটক করি। তার বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে।

প্রতিনিধি/ এমইউ