images

সারাদেশ

মুজিব পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি: বুলু

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৯:২১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু দাবি করেছেন, শেখ মুজিবুর রহমানের পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি চ্যালেঞ্জ করে বলেন, "যদি কেউ প্রমাণ করতে পারে যে মুজিব পরিবারের কেউ সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে, তবে আমি রাজনীতি ছেড়ে দেব।"

বুলু বলেন, "কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমানের মুখে স্বাধীনতার ঘোষণা শুনে এ দেশের মুক্তিকামী মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। মেজর জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, তিনি রণাঙ্গনে সরাসরি যুদ্ধ করেছেন।"

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, "দেশের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমাদের ওপর কেউ প্রভুত্ব দেখাবে, এটা জনগণ মেনে নেবে না। আমরা চাই, জিয়াউর রহমানের নেতৃত্বে গঠিত সার্কের আলোকে উপমহাদেশের রাজনীতি চলুক। আমাদের সঙ্গে কারও বৈরিতা নয়, সবার সঙ্গে বন্ধুত্ব থাকবে। কিন্তু আমাদের ওপর খবরদারিত্ব করবে, এটা আমরা মেনে নেব না।"

এ অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন, সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এইউ