images

সারাদেশ

মোরেলগঞ্জে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৭ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে দেশি ও বিদেশি অস্ত্রসহ সুমন শেখ (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনী। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোর ৫টার দিকে রামচন্দ্রপুর ইউনিয়নের বর্ষীবাওয়া গ্রাম থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। 

অভিযুক্ত সুমন শেখ ওই গ্রামের মোশারফ শেখের ছেলে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সুমনের কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি, পুলিশের ব্যবহৃত একটি স্বয়ংক্রিয় ব্যাটন স্টিক, দু’টি রামদা, একটি চায়নিজ কুড়াল ও দু’টি পাইপ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনী। এ অভিযানে সেনাবাহিনীর মোরেলগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জাফরুল হাসান ও থানার ওসি মো. রাকিবুল হাসান নেতৃত্ব দেন।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টা থেকে বেলা ৮টা পর্যন্ত সুমন শেখের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে একটি বিদেশি পিস্তলসহ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ