images

সারাদেশ

ঝিনাইদহে পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি

০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:২৩ পিএম

ঝিনাইদহে পুকুর থেকে ৪৫ বছর বয়সী এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে শহরের আবাসন এলাকার একটি পুকুর থেকে তহুরা খাতুন নামের ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। 

পরিবারের দাবি, অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। এর আগে তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন।

নিহত তহুরা খাতুন ঝিনাইদহ শহরের আবাসন এলাকার আব্দুল মান্নানের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, সকালে রান্নার কাজ শেষ করে কাপড় ধুতে বাড়ির পাশের পুকুরে যান তহুরা। তারপর আগে থেকে পেতে রাখা জাল তুলতে যায় স্থানীয় একজন। তখন ওই নারীর ভাসমান লাশ দেখা যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাপস কুমার বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

প্রতিনিধি/ এমইউ