জেলা প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৩০ পিএম
নরসিংদীর মনোহরদীতে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সাইকেল চালাতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ৬০ বছর বয়সী মো. শুক্কুর আলী।
তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে, আজ মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. শুক্কুর আলী উপজেলার খিদিরপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামের মৃত জায়েদ আলী মোড়লের ছেলে। পুলিশ জানায়, সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে শুক্কুর আলী সাইকেল চালিয়ে সাগরদী বাইপাস মোড়ে পৌঁছান। এ সময় মনোহরদী থেকে ছেড়ে আসা একটি বাস তাকে ধাক্কা দেয়, এবং তিনি রাস্তায় ছিটকে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মঙ্গলবার ভোরে সেখানে তার মৃত্যু হয়।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল হোসেন জানান, বাসের ধাক্কায় আহত ব্যক্তি মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।
প্রতিনিধি/একেবি