নিজস্ব প্রতিবেদক
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৮ পিএম
বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি ২ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালতে নির্ধারিত শুনানিতে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। একইভাবে, রাষ্ট্রপক্ষও শুনানির জন্য সময় চেয়ে আবেদন করে। আদালত জামিন শুনানির পরবর্তী তারিখ হিসেবে ২ জানুয়ারি নির্ধারণ করেন।
চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল হক জানান, চিন্ময় দাসের পক্ষে কোনো আইনজীবী শুনানি করতে উপস্থিত হননি, এবং রাষ্ট্রপক্ষও শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে। আদালত তারিখ নির্ধারণের পর জানান, বর্তমানে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ নেই, কারণ শুনানি হয়নি। তবে মামলাটি দায়রা জজ আদালতে থাকায় ম্যাজিস্ট্রেট আদালতে জামিন শুনানি করা সম্ভব নয়।
এদিকে, জামিন শুনানির তারিখ ২ জানুয়ারি পর্যন্ত চিন্ময় দাসকে কারাগারে থাকতে হতে পারে। তবে সুপ্রিম কোর্টের এক আইনজীবী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চিন্ময়ের পক্ষের আইনজীবীরা জামিন শুনানির তারিখ এগিয়ে আনার জন্য আবেদন করতে পারেন। যদি আদালত সেই আবেদন মঞ্জুর না করে, তবে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ থাকবে।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসকে ঢাকার একটি স্থান থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে, আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন ইসকন ও চিন্ময়ের অনুসারীরা। বিক্ষোভের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আইনজীবী, সাইফুল ইসলাম আলিফ, নিহত হন। হত্যার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
এইউ