images

সারাদেশ

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু  

জেলা প্রতিনিধি

০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪২ পিএম

নীলফামারীর ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। 

সোমবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খাল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা ওই গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে জহুরা খাতুন (১০) ও তার ছেলে হাসিনুর রহমান (৫)।  

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেল ৫টার দিকে তারা বাড়ির বসতঘরের ভেতরে খেলা করছিল। এ সময়ে বিদ্যুতের তার ছিঁড়ে হাসিনুরের শরীরে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে বাঁচাতে গিয়ে তার বোনও বিদ্যুতায়িত হয়। এরপর ঘটনাস্থলেই দু’জন মারা যায়। 

এ বিষয়ে ওসি ফজলে এলাহী বলেন, আইনি প্রক্রিয়া শেষে পরিবারকে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি/ এমইউ