জেলা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম
খাগড়াছড়ির রামগড় উপজেলায় লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে পাঁচটি করাতকলে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ ডিসেম্বর ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লাইসেন্স বিধিমালা ২০১২-এর বিধিমালা ৬ ধারা মোতাবেক লাইসেন্সের শর্ত ভঙ্গের অভিযোগে পাঁচটি করাতকলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে কাজী রুহুল আমিন ও আবুল কাশেমের দু’টি করাতকলে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযানের সময় আবুল বাশার ও শরিফুল ইসলাম করাতকলের কাগজপত্র সঠিক পায় এবং ফয়েজ আহম্মেদ স’মিলের সব কাজ বন্ধ অবস্থায় পাওয়া গেছে।
এ সময় উপস্থিত ছিলেন - রামগড় বন বিভাগের রামগড় রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ জাহেদ হোসেন ও রামগড় থানার পুলিশ সদস্য।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতা আফরিন বলেন, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। এ বিষয়ে কোনো ছাড় নয় বলে জানান তিনি।
রামগড় উপজেলায় ২৩টি করাতকল রয়েছে। যার অধিকাংশের লাইসেন্স থাকলেও নবায়নসহ লাইসেন্সের শর্ত মানছে না কেউ।
প্রতিনিধি/ এমইউ