জেলা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২৪, ০১:১১ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ ফজর আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ১৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।
শনিবার (৩০ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। আটক ফজর আলী কালীগঞ্জ উপজেলার দুলালী এলাকার আজাহার আলী ছেলে।
বিজিবি জানায়, শনিবার ভোরে কালিগঞ্জ উপজেলার লোহাকুচি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৯১৯/৯-এস এর কাছ দিয়ে মাদক পাচার করা হবে। এমন সংবাদে লোহাকুচি বিওপি কমান্ডারের নেতৃত্বে টহলদল আনুমানিক ভোর ৪টায় সীমান্ত পিলার ৯১৯/৯-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালীগঞ্জ উপজেলার দুলালী নামক স্থানে বিজিবি ওঁৎ পেতে থাকে। পরে আনুমানিক ভোর সাড়ে ৪টায় বিজিবি টহলদল সোর্সের তথ্যমতে ১ মাদক পাচারকারীকে আসতে দেখে। এসময় তার কাছে মাদক বিষয়ে চ্যালেঞ্জ করলে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় টহলদল ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ তাকে গ্রেফতার করে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মো. আসিফুল ইসলাম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক কারবারির বিরুদ্ধে মামলা দায়ের ও জব্দ করা ৩৬১ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/এসএস