images

সারাদেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৪, ১০:০৪ পিএম

ঢাকা-চট্টগ্রাম রেল পথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে আবদুল্লাহ আল বাসেত (২৩) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকামুখী সোনার বাংলা ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন

কালীগঞ্জে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ, আহত ৫

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফেনীস্থ জিআরপি পুলিশের ইনচার্জ হারুনুজ্জামান রুমেল জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সোনার বাংলা ট্রেনটি ফেনী শহরের আবুবক্কর সড়কের মাথায় আসলে অতর্কতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে বাসেতের মৃত্যু হয়। তাৎক্ষণিক স্থানীয়রা এগিয়ে এসে তার মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে নিয়ে যায়। নিহত বাসেত ফেনী সরকারি কলেজের শিক্ষার্থী। তিনি ফেনী শহরের বিরিঞ্চি এলাকার গাজী আবদুল খালেকের ছেলে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিনিধি/এসএস