images

সারাদেশ

মাগুরায় তাবলিগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ২

জেলা প্রতিনিধি

২৯ নভেম্বর ২০২৪, ০৯:২৫ পিএম

মাগুরায় ভায়না টেক্সটাইল মিল এলাকায় মার্কাজ মসজিদ দখলকে কেন্দ্র করে দুই গ্রুপ ও স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে টেক্সটাইল মিল এলাকায় এ সংঘর্ষ বাধে।

thumbnail_IMG_20241129_111037

এবিষয়ে সাদপন্থী রুহুল আমিন বলেন, মাগুরা জেলা মার্কাজ মসজিদ নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছিল। সর্বশেষ প্রশাসনের অনুমতি নিয়ে শুক্রবার সাদপন্থীরা মসজিদের ভেতরে প্রবেশ করতে গেলে জুবায়ের পন্থীরা স্থানীয়দের বাধার মুখে পড়েন। তাদের দাবি দীর্ঘ দিন সাদপন্থীরা জেলা মার্কাজ মসজিদ পরিচালনা করছিলেন। সরকারের পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে জুবায়ের পন্থীরা মসজিদের কার্যক্রম চালাতে যায়। এসময় উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

আরও পড়ুন

‘ইসকনকে বাংলাদেশে লেলিয়ে দিয়েছে দিল্লি’

তিনি আরও বলেন, সকালে শুরাপন্থীরা সাদপন্থীদের ওপর হামলা করেন।  এতে বেশ কয়েক জনের মোটরসাইকেলে হামলা করা হয়েছে।

এ ঘটনায় মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ ওবায়াদুল্লাহ বলেন, জেলা মার্কাজ মসজিদে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে সেনাবাহিনীর সহযোগিতায় আগামী বৃহস্পতিবার প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হবে। বর্তমানে জেলা মার্কাজ মসজিদে দুই গ্রুপের কেউ অবস্থান করতে পারবে না।

প্রতিনিধি/এসএস