জেলা প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২৪, ০৮:০২ পিএম
যশোরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শন ও রাজনীতিতে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি জানান, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা এবং অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাবিত সংস্কার পরিকল্পনায় শহীদ জিয়ার রাজনীতি ও জীবন দর্শনের প্রতিফলন রয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) প্রেসক্লাব যশোরে জেলা কৃষক দলের সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, ‘নতুন বাংলাদেশ গড়তে চিন্তার কিছু নেই। শহীদ জিয়াউর রহমানের রাজনীতি, দর্শন এবং ভাবনায় ফিরে গেলেই তা সম্ভব।’ তিনি বলেন, বর্তমান রাষ্ট্র সংস্কারে বিএনপি যে ৩১ দফা প্রস্তাব করেছে এবং অন্তবর্তীকালীন সরকারের যে পরিকল্পনা রয়েছে, তাতে শহীদ জিয়ার রাজনীতি ও দর্শনের মূল কথা প্রতিফলিত হয়েছে।
তিনি বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মূল চালিকাশক্তি কৃষি, অথচ কৃষকরা নানা সমস্যায় জর্জরিত। শহীদ জিয়াউর রহমান নিজেকে কৃষক পরিচয় দিতে গর্ববোধ করতেন এবং তিনি সবসময় কৃষকদের কল্যাণে কাজ করতেন।’
এসময় তিনি আরও বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফার মধ্যে কৃষকদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ এবং উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন, সেই সঙ্গে তাদের জন্য বীমা সুবিধা চালু করার প্রস্তাবও রাখা হয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘দেশ বাঁচাতে কৃষকদের বাঁচাতে হবে, আর কৃষকদের বাঁচানোর দায়িত্ব কৃষক দলের নেতাকর্মীদের নিতে হবে। তাদেরকে কৃষকদের সঙ্গে মিশে তাদের সংকটের সমাধানে কাজ করতে হবে।’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করার লক্ষ্যে যশোর জেলা কৃষক দল এই সমন্বয় সভার আয়োজন করে। প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেন্দ্রীয় কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ওসমান আলী, দফতর সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী মোমিনুর রহমান ও মফিজুর রহমান।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ূব। তিনি বলেন, কৃষকদের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে আসছে এবং আগামীতেও এ ক্ষেত্রে তাদের পদক্ষেপ অব্যাহত থাকবে।
জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে সমন্বয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের সদস্য এস এম কামরান হোসেন, শিহাবুর রহমান, শেখ শাকিল আহমেদ রিপন, কৃষক দল নেতা জাকির হোসেন, মিজানুর রহমান কালু, নজরুল ইসলাম, আজগর আলী, কামরুজ্জামান, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, নাজিম উদ্দীন, রাশেদ মিয়া প্রমুখ।
সমন্বয় সভা পরিচালনা করেন জেলা কৃষক দলের সদস্য সচিব শিকদার সালাউদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম কচি।
প্রতিনিধি/একেবি