নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৪, ০৩:১৮ পিএম
ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এ কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, গুজব থেকে যেকোনো মূল্যে আমাদেরকে সজাগ থাকতে হবে। শান্তিশৃঙ্খলা, সম্প্রীতি–সৌহার্দ্য বিনষ্ট না হয় সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে।
উপদেষ্টা বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর, কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ্য–সম্প্রীতি, শান্তি–শৃঙ্খলা বিনষ্ট না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারও উপস্থিত ছিলেন। পরে সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন দুই উপদেষ্টা। তুলে দেন আর্থিক সহায়তার চেক।
গত ২৬ নভেম্বর ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ও কারাগারে পাঠানোকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত এলাকায় হামলা চালায় ইসকনের সমর্থকরা।
একপর্যায়ে আদালত ভবনের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল-সংলগ্ন এলাকায় সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে তারা।
/এএস