images

সারাদেশ

আলিফের পরিবারকে এক কোটি টাকা দেবে শামসুল হক ফাউন্ডেশন

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর ২০২৪, ১০:১৯ এএম

ইসকন সমর্থকদের বর্বরোচিত হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবারকে এক কোটি টাকা আর্থিক সহায়তা দেবে স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নাছির উদ্দিন জানান, আইনজীবী আলিফের মেয়ের পড়াশোনার দায়িত্ব, ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ও আগত সন্তানের ভবিষ্যৎ, পরিবারের একটি স্থায়ী আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আলহাজ শামসুল হক ফাউন্ডেশন থেকে প্রাথমিকভাবে ১ লাখ টাকা দিয়ে এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। আগামী ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবসে পুরো অর্থ সরকারি এবং বেসরকারি দায়িত্বশীল ব্যক্তিদের উপস্থিতিতে শহিদ পরিবারের হাতে তুলে দেওয়া হবে জানান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন।

/এএস