জেলা প্রতিনিধি
০১ জুন ২০২২, ১০:৩০ এএম
রাজবাড়ী জেলার কালুখালীতে ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ৫ জনসহ ৬ জন নিহত হয়েছেন।
বুধবার (১ জুন) সকাল ৯টার দিকে কালুখালী উপজেলার চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— পাংশা উপজেলার পুঁইজোর ৭ নম্বর ওয়ার্ডের মো. বশির মিয়ার ছেলে অটোরিকশার চালক মো. নাসির (৩৫), মোতালেব হোসেনের স্ত্রী মসিরন বেগম (৬০), মসিরন বেগমের মেয়ে মরিয়ম বেগম (৪৫), মর্জিনা বেগম (৪০), মসিরনের ছেলের স্ত্রী রাবেয়া বেগম (৩০), মর্জিনার ছেলে (১০)। নিহতরা সবাই রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পুঁইজোর এলাকার বাসিন্দা।
রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা জানান, সকাল ৯টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কের চাঁদপুর এলাকা দিয়ে অটোরিকশাটি রাজবাড়ীর দিকে যাচ্ছিলো। অন্যদিকে, ট্রাকটি রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিলো এবং ট্রাকের পিছনে প্রাইভেটকারটি ছিলো। পথে চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আসলে তাদের ত্রিমুখী সংঘর্ষ ঘটে। সংঘর্ষে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেবার পথে তারা মারা যায়।
নিহত ৬ জনের মধ্যে একই পরিবারের ৫ জন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
টিবি