images

সারাদেশ

চরমোনাইয়ের তিন দিনব্যাপী মাহফিল কাল থেকে শুরু

জেলা প্রতিনিধি

২৬ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

বরিশালে চরমোনাই দরবার শরীফের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন জোহরের নামাজের পর চরমোনাই পীর আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হবে।

ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা মাদরাসার নির্ধারিত দুটি মাঠে জড়ো হয়েছে। মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিতে কয়েক হাজার স্বেচ্ছাসেবকের পাশাপাশি নিজস্ব নিরাপত্তা কর্মীরা কাজ করছে। এছাড়া মুসুল্লিদের চিকিৎসায় একশত শয্যার অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন চরমোনাই মাহফিল মিডিয়া উপ-কমিটির সদস্য কে এম শরীয়াতুল্লাহ।

এ মাহফিল আগামী শনিবার (৩০ নভেম্বর) সকাল ৮টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

শরীয়াতুল্লাহ বলেন, মাহফিলে যোগ দিতে ইতিমধ্যে লাখ লাখ মুসুল্লি সড়ক ও নৌপথে এসে জড়ো হয়েছে। শুক্রবার দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হবে চরমোনাই মাদরাসা ময়দানে। মাহফিলে ৭টি মূল বয়ানের মধ্যে চরমোনাই পীর ৫টি এবং আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ২টি বয়ান করবেন। এছাড়াও চরমোনাই কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীসহ দেশের শীর্ষস্থানীয় দরবারের পীর এবং ওলামায়ে কেরাম বয়ান পেশ করবেন।

প্রতিনিধি/ এজে