images

সারাদেশ

মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেলেন চুয়াডাঙ্গার ৩৩ তরুণ-তরুণী

জেলা প্রতিনিধি

২৫ নভেম্বর ২০২৪, ০৭:১২ এএম

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চাকরি পেয়েছেন ৩৩ জন তরুণ-তরুণী।

রোববার (২৪ নভেম্বর) রাতে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নতুন চাকরি পাওয়া এই তরুণ-তরুণীদের পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি খন্দকার গোলাম মওলা।

কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া, মেধা ও যোগ্যতা দিয়ে পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দারিদ্র ও মধ্যবিত্ত পরিবার থেকে আসা এসব তরুণ-তরুণী।

আরও পড়ুন

স্বপ্ন পূরণ হলো জয়পুরহাটের ২৬ তরুণ-তরুণীর

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে গত ২৯ অক্টোবর ১ম ধাপে চাকরি প্রার্থীদের মধ্য থেকে কাগজপত্র যাচাই-বাছাই, শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা ও আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৫২৫ জন প্রার্থীকে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপ লিখিত পরীক্ষার জন্য মনোনীত করেন নিয়োগ কমিটি। এরপর গত ১৭ নভেম্বর চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১১৩ জন প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীরা মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ২৯ জন পুরুষ ও ৪ জন নারীসহ সর্বমোট ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন।

thumbnail_Chuadanga_Police-_(2)

চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা জানান, আমরা চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়ায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। চাকরি প্রত্যাশীদের বারবার সচেতন করা হয়েছে যে, এই প্রক্রিয়া হবে সম্পূর্ণ সুশাসিত, যেখানে কোনো প্রকার হয়রানি বা ঘুষ লেনদেনের সুযোগ থাকবে না। শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ৩৩ জন তরুণ-তরুণী পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। আমরা আশা করি, তারা তাদের দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবেন।

প্রতিনিধি/এসএস