images

সারাদেশ

চকরিয়ায় সড়কে প্রাণ হারালেন দুই মোটরসাইকেল আরোহী

জেলা প্রতিনিধি

২৪ নভেম্বর ২০২৪, ০৭:০৫ এএম

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে মহাসড়কের চকরিয়া হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজারপাড়া উলেমেদ্বীনিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন

মানিকগঞ্জে তেলের পাম্পসহ ৪ হাজার মুরগির বাচ্চা পুড়ে ছাই

বিষয়টি নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ আরিফুল আমিন। তিনি জানান, দুর্ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় শনাক্তে খোঁজ খবর নেয়া হচ্ছে। মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে গেছে। তবে কি গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বড় কোনো গাড়ি মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে গেছে।

তিনি জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস