images

সারাদেশ

ব্যালটে নির্বাচিত হবে চুয়াডাঙ্গা বিএনপির নতুন নেতৃত্ব

জেলা প্রতিনিধি

২৩ নভেম্বর ২০২৪, ১০:৪০ এএম

দীর্ঘ ১৪ বছর পর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার (২৩ নভেম্বর) সকালে সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সম্মেলন ঘিরে গোটা জেলা নতুন সাজে সেজেছে। এ নিয়ে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। শহরের রাজপথে তোরণ, পোস্টার, এবং ফেস্টুনে শোভা পাচ্ছে কেন্দ্রীয় ও জেলা নেতাদের ছবি।

BNP-3সম্মেলনস্থল শহরের টাউন ফুটবল মাঠে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে প্রায় ১৩ হাজার নেতাকর্মীর সমাবেশ ঘটবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া সশরীরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুন্ডুসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

BNP-6সম্মেলনের সভাপতিত্ব করবেন মাহমুদ হাসান খান বাবু এবং সঞ্চালনা করবেন শরীফুজ্জামান শরীফ।

এবারের সম্মেলনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বর্তমান আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ৮০৮ জন কাউন্সিলর ব্যালটে ভোটদানের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

BNP-4সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ এবং মিলিমা বিশ্বাস মিলি। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন সফিকুল ইসলাম পিটু, মির্জা ফরিদুল ইসলাম শিপলু, খালিদ মাহমুদ মিল্টন এবং মোমিনুর রহমান।

সম্মেলন শান্তিপূর্ণভাবে করতে দলের ১১শ স্বেচ্ছাসেবী দায়িত্ব পালন করছেন। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিয়োজিত আছেন।

প্রতিনিধি/এমআর