images

সারাদেশ

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ শ্রমিকদের

উপজেলা প্রতিনিধি

২১ নভেম্বর ২০২৪, ১২:০৩ পিএম

ঢাকার ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় চার শ্রমিক নিহত হন বুধবার। এ ঘটনায় তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করেছেন গ্রাফিক্স টেক্সটাইল নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে সড়ক আটকে দেন তারা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন: মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রের মৃত্যু

ফলে ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারীরা।

এর আগে, গতকাল বুধবার রাতে কালামপুর-কাওয়ালীপাড়া শাখা সড়কের খাগুরতা এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও অন্তত ১৫ জন। নিহতরা ধামরাইয়ের গ্রাফিক্স ডিজাইন নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

আরও পড়ুন: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্র নিহত

রাতে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খাগুরতা এলাকায় একটি শ্রমিকবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাসে থাকা তিনজন ও হাসপাতালে নেওয়ার পর একজন মারা গেছে।

প্রতিনিধি/ এমইউ