বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৪, ০৭:১৫ এএম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) প্রক্টরিয়াল বডি মাদক সেবনের সময় এক নারীসহ চার বহিরাগতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
বুধবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশে মাদক সেবন অবস্থায় তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে প্রক্টরিয়াল বডি আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন সিয়াম চৌধুরী (১৯), আশিকুল ইসলাম সৈকত (১৯), শুভ (১৯) এবং আরিনা (২০)। তারা সবাই গোপালগঞ্জ জেলার সদর উপজেলার নবীনবাগ এলাকার বাসিন্দা।
জানা গেছে, ওই রাত ১১টার দিকে চার বহিরাগত বিশ্ববিদ্যালয়ের স্কুল ভবনের পাশের এলাকায় বসে গাঁজা সেবন করছিলেন। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ক্যাম্পাসে পেট্রোলিং চলাকালে প্রক্টরিয়াল বডি তাদের আটক করে।
এ বিষয়ে প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, ‘আমরা ক্যাম্পাসের পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পেট্রোলিং করি। ওই রাতে উপাচার্যের বাসভবনের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা তাদের দেখতে পাই। প্রথমে মনে হয়েছিল তারা শুধু বসে আছে, কিন্তু কাছে গিয়ে দেখলাম তারা মাদক সেবন করছিল।’
তিনি আরও জানান, ‘কারণ তারা মাদকসহ আটক হয়েছে, তাই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আমরা পুলিশে সোপর্দ করেছি। আমরা মাদক বিরোধী কঠোর অবস্থান নিয়েছি এবং ভবিষ্যতেও তা বজায় রাখব।’
প্রতিনিধি/একেবি