images

সারাদেশ / শিক্ষা

জাবিতে রিকশা দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৪, ১০:০৯ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাটারিচালিত রিকশার সঙ্গে ধাক্কা লেগে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আফসানা রাচি। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৩ ব্যাচের শিক্ষার্থী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মার্কেটিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক আরিফুল হক রাচির মৃত্যর বিষয় নিশ্চিত করে বলেন, আমরা তার মৃত্যুর বিষয়টি হাসপাতালে এসে নিশ্চিত হয়েছি। তার মৃত্যুর সময়সহ বিস্তারিত ব্যাপারে মেডিকেল রিপোর্ট হাতে পেলে জানাতে পারব।

জানা যায়, রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা এসে মেয়েটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি মুখের চোয়ালে ও মাথায় গুরুতর আঘত পান। তৎক্ষনাৎ মেয়েটিকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহফুজুর রহমান বলেন, একজন শিক্ষার্থী যে একমাস আগে বিশ্ববিদ্যালয়ে  অনেক স্বপ্ন নিয়ে এসেছে তার এই স্বপ্নের মৃত্যু খুবই দুঃখজনক। এরকমভাবে কারও মৃত্যুই কাম্য নয়। আমরা শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। হাসপাতালে আমার সহকর্মী প্রো-ভিসি প্রশাসন গেছেন। একইসঙ্গে অভিযুক্ত রিকশাচালককে শনাক্ত করার প্রক্রিয়া চলছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বোচ্চ দ্রুততম সময়ের মধ্যে কাজ করছি।

প্রতিনিধি/ এজে