images

সারাদেশ / কৃষি ও পরিবেশ

তেঁতুলিয়ায় বাড়ছে শীতের তীব্রতা, তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি

জেলা প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৪, ১১:২১ এএম

হিমালয়ের কাছাকাছি জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমেল বাতাসে শীতের তীব্রতা ক্রমাগত বাড়তে শুরু করেছে। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির ঘরে থাকলেও ক্রমশই কমছে এ জেলার তাপমাত্রা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগে গতকাল সোমবার ১৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন

হিমেল বাতাসে বাড়ছে ভোগান্তি, ১৫ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা

এদিকে, পঞ্চগড়ের আশপাশের জেলায় গত কয়েক দিন থেকে শীতের মাত্রা বাড়তে থাকে এবং রাতে ও সকালে প্রচণ্ড কুয়াশা পড়ে। শীত নেমে আশায় গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। প্রায় ঘরে ঘরে লেপ-কাঁথা বের করেছে।তবে গত কয়েকদিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যায়। এছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি। সারাদিন ঠাণ্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়। এলাকায় শীতের তীব্রতা বেড়ে গেলেও বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষ।

thumbnail_শীতের_পিক_(1)

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

পঞ্চগড়ের তেতুঁলিয়ার প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠাণ্ডা অনুভুত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৫ তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬.০ ডিগ্রি সেলসিয়াস। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

প্রতিনিধি/এসএস