images

সারাদেশ

সড়ক দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

দিনাজপুরে ট্রাকচাপায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান আবদুল মান্নান (৪৫) নিহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নানের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নান মোটরসাইকেলে করে বিশ্ববিদ্যালয় থেকে নিজের বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে পল্লী বিদ্যুৎ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল মান্নান মারা যান।

পরে স্থানীয় জনতা এবং শিক্ষার্থীরা ট্রাকটিকে আটক করে। এ সময় ঘাতক ট্রাকের চালককেও আটক করা হয়। তবে চালকের সহযোগী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, আমরা ট্রাকটি জব্দ করেছি এবং ট্রাকের ড্রাইভারকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

প্রতিনিধি/ এমইউ