images

সারাদেশ

কচ্ছপ বিক্রির দায়ে ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

১৮ নভেম্বর ২০২৪, ১২:২৫ পিএম

পটুয়াখালীতে বণ্যপ্রাণী কচ্ছপ ক্রয়-বিক্রির  দায়ে মো. সোহেল হাওলাদার নামের এক মৎস্য ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় তার মাছের আড়ত থেকে ৪টি সুন্ধি কচ্ছপ উদ্ধার করে নদীতে অবমুক্ত করা হয়েছে। 

রোববার (১৭ নভেম্বর) রাতে পৌর শহরের লঞ্চঘাট এলাকার মেসার্স নাবিলা ফিস আড়তে কচ্ছপ কেনাবেচার দায়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট চন্দন কর।

IMG-20241118-WA0005

তিনি বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর অনুযায়ী বণ্যপ্রাণী কচ্ছপ  আটক ও ক্রয়-বিক্রয় করা দণ্ডনীয় অপরাধ। কচ্ছপ বিক্রির দায়ে মাছ ব্যবসায়ী সোহেল হাওলাদারকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং তার কাছ থেকে ৪টি কচ্ছপ উদ্ধার করে লোহালিয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

সাতক্ষীরায় অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৩

প্রাণী কল্যাণ সংগঠন এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্য আসাদুল্লাহ হাসান মুছা বলেন, ওই মাছ ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কচ্ছপ বিক্রি করে আসছেন। রোববার সন্ধ্যায় গোপন তথ্য পেয়ে কচ্ছপগুলো উদ্ধারে অভিযান চালানো হয়।

এসময় পটুয়াখালী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি, এনিমেল লাভার অব পটুয়াখালীর সদস্যরাসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস