images

সারাদেশ

চাঁদপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষার দাবি স্থানীয়দের

জেলা প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৪, ১১:২৫ এএম

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উল্যাশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ রক্ষায় ভবন নির্মাণের স্থান পরিবর্তনের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্থানীয়দের ঈদগাহ, বিদ্যালয় ও পার্শ্ববর্তী মাদরাসার শিক্ষার্থী এবং এলাকার শিশুদের একমাত্র খেলার ওই মাঠ রক্ষায় ইতোমধ্যে উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করেছেন স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ৩৩০ জন শিক্ষার্থীর একাডেমিক কার্যক্রম চলমান। প্রতিষ্ঠাকালে ৩৩ শতাংশ ভূমি নিয়ে বিদ্যালয়টির যাত্রা শুরু হয়। ইতোমধ্যে মাঠের উত্তরপাশে আরও ৭ শতাংশ ভূমি ক্রয় করা হয়েছে। বর্তমানে মাঠের পূর্ব পাশে একটি একাডেমিক ভবন রয়েছে।

thumbnail_Primary_School_Grounds_1

সম্প্রতি পশ্চিম পাশে থাকা পুরাতন ভবনটি ভেঙে সেখানে বড় পরিসরে একটি নতুন ভবন নির্মাণের বরাদ্দ আসে। ভবনটি এই স্থানে নির্মাণ করা হলে বিদ্যালয়ের মাঠটি আরও সংকীর্ণ হয়ে যাবে। ফলে এলাকাবাসীর ঈদের নামাজ আদায়, বিদ্যালয় ও পার্শ্ববর্তী মাদরাসা এবং এলাকার শিশুদের খেলার একমাত্র জায়গাটি হারিয়ে বিপাকে পড়তে হবে।

স্থানীয় বাসিন্দা মোশাররফ ও এমরান হোসেন জানান, উল্যাশ্বর ও দাদিয়াপাড়া গ্রামে কোনো খেলার মাঠ নেই। স্থানীয় এলাকার শিশু-কিশোরদের একমাত্র খেলার মাঠ এটি। যেহেতু মাঠের উত্তরে বিদ্যালয়ের নিজস্ব ভূমি রয়েছে সেহেতু ভবনটি মাঠের উত্তরে নির্মাণ করা হোক। এতে শিশুদের খেলাধুলার জায়গাটি ঠিক থাকবে।

আরও পড়ুন

বরিশালে ২০০ অসহায় ব্যক্তি হলেন উদ্যোক্তা

একই এলাকার বাসিন্দা মনির হোসন জানান, এলাকাবাসী ঈদের নামাজ আদায় ও কারও মৃত্যু হলে এ মাঠেই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মাঠটি ছোট হয়ে গেলে সামাজিক অনেক কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হবে।

বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মাহবুব আলম ও অষ্টম শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার জানায়, বিদ্যালয়ের মাঠটি আরও বড় হলে আমরা খেলাধুলার সুযোগ পাব।

মাঠ রক্ষায় উপজেলা প্রকৌশলী বরাবর আবেদনকারি গোলাম মোস্তফা জানান, প্রস্তাবিত স্থানে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হলে শিক্ষার্থীদের খেলাধুলা করার মতো কোনো মাঠ থাকবে না এবং শরীরচর্চা করানোর জায়গাও থাকবে না। প্রস্তাবিত স্থান থেকে ৪০ ফুট উত্তরে, উত্তর-পশ্চিম দিকে নতুন একাডেমিক ভবন নির্মাণ করা হলে উক্ত খেলার মাঠ রক্ষা ও জায়গার সমস্যা লাঘব হবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন জানান, ভবনটি প্রস্তাবিত স্থান থেকে সরিয়ে উত্তরে নির্মাণ করা হলে বিদ্যালয়ের মাঠ প্রসস্ত হবে এবং এলাকাবাসীর সুবিধা হবে। এলাকাবাসীর দাবির সঙ্গে আমিও একমত।

শাহরাস্তি উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসির আরাফাত জানান, বিষয়টি শুনেছি। সরেজমিনে পরিদর্শন করে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিনিধি/এসএস