জেলা প্রতিনিধি
৩১ মে ২০২২, ১১:৪৭ এএম
পিংক ক্যাশিয়া জাভানিকা গাছে গত মাস ধরে নিয়মিত গান গাওয়া শুরু করেছে, হলদে পাখি, মৌটুসি, নীলগলা বসন্ত, হরবোলা, কোকিলসহ কয়েক প্রজাতির পাখি। রোদ আর ছায়া পেয়ে তাদের মনে যেন প্রেম-ভালোবাসার জোয়ার বইছে। ওদের এক ডাল থেকে পাশের ডালে এমন ছোটাছুটি ও দুষ্টুমি দেখা মেলে ক্যাশিয়া জাভানিকা ফুলে ফুলে। নজরকড়া এমন দৃশ্য খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের সামনে। ফুলটি পিংক ক্যাশিয়া জাভানিকা বা লাল সোনাইল নামে পরিচিত। গাছটি এক নজর দেখতে প্রতিদিন উৎসুক জনতা ভিড় জমায় এখানে এসে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, যেন একটি ছাতা ধরে রাখা হয়েছে। গাছের চারপাশে গোল করে ডাল মেলে আছে।
জানা যায়, গাছটি রোপণ করেন খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা।
ঢাকা মেইলকে তিনি জানান, দেখতে রাজকীয় এবং খুবই প্রভাব বিস্তারকারী একটি ফুল ক্যাশিয়া জাভানিকা বা লাল সোনাইল। ২০১৮ সালে এটি রোপণ করি। দুই বছর ধরে ফুল ফুটছে। অফিসের সামনে বা বাড়ির সামনে লাগালে চারপাশ রঙিন করে দেয়। অনেকে দেখতে আসেন।
ফুল দেখতে আসা চাইথৈয়াই মারমা বলেন, ‘ফুলটি দেখতে দারুণ, সেটা বলার অপেক্ষা রাখে না। এখান থেকে দেখে শহরের অনেকে এই গাছ লাগাচ্ছেন।
ফুল প্রেমী রনেল চাকমা বলেন, মায়াবী এই ফুল, যতবার দেখি মন ভরে না। তার সৌন্দর্য, অপরূপ রঙ বারবার কাছে টেনে নিয়ে যায়। এমন মায়াবী ফুলের সঙ্গ জীবনকে এমন এক ভালো লাগার অনুভূতি দেবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন, লাল সোনাইল বাংলা নাম। প্রথমে এটি পিংক রঙের হয়। শেষের দিকে দিন দিন সাদা হয়ে আসে। এটাই ফুলটির বৈশিষ্ট্য। সরকারি-বেসরকারি অফিসের সামনে যদি পরিকল্পনামাফিকভাবে এই গাছ লাগানো হয় তাহলে অফিসের দৃশ্যটা বদলে যাবে। সারা পৃথিবীতে শোভাবর্ধনকারী বৃক্ষের অনেক কদর আছে। সব দেশের শহরগুলোতে বিভিন্ন রঙের ফুল গাছ লাগিয়ে সাজিয়েছে। আমাদের দেশের জন্য খুবই উপযোগী একটি বৃক্ষ।
সবুজ চাকমা বলেন, চার বছর চলছে গাছটির বয়স। গত দুই বছর ধরে ফুল ফুটছে। পরিচর্যা করলে ভালো ফুল ফোটে। তবে সারাদিন যেন রোদ পায় এমন জায়গায় লাগালে ভালো ফুল ফুটবে।
প্রকৃতি ও পরিবেশ বিষয়ক লেখক সৌরভ মাহমুদ বলেন, ক্যাশিয়া জাভানিকা শোভাবর্ধনকারী ফুল হিসেবে বাগান, পার্কে এবং সড়কের দুই পাশে মানায়। ফুলের আকর্ষণীয় রং এবং ভূ-স্পর্শি শাখা-প্রশাখার বিন্যাস পথিকের নজর কাড়ে।
তিনি বলেন, বাড়ির প্রান্তে যেখানে রোদের আলো পড়ে সেখানে লাগাতে হবে। আমাদের বিশেষ করে উদ্যানে দুই একটি লাল সোনাইল থাকতে পারে। হতে পারে সারি সারি কোনো সড়কে। বাড়ির আঙিনা বা সড়কের দুই পাশে শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে খুবই মানানসই গাছ। ডালের এমন ঘন ফুল আকর্ষণীয়।
প্রতিনিধি/এএ