images

সারাদেশ

জামালপুরে মন্দির কর্তৃপক্ষকে সহায়তা প্রদান করল পুলিশ

জেলা প্রতিনিধি

১৫ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পিএম

জামালপুরের মহেশপুর কালিবাড়িতে মন্দিরের প্রতিমা ভাঙচুরের মামলায় কারাগারে পাঠানো হয়েছে জাকির হোসেন নামের এক যুবককে। এই ঘটনায় মন্দির কর্তৃপক্ষকে আর্থিক সহfয়তা প্রদান করেছে জেলা পুলিশ।

পেশায় গ্লাস মিস্ত্রি জাকরি হোসেন সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের কাশারুপাড়া গ্রামের মৃত জায়তুল্লাহ সরকারের ছেলে।

শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এই আর্থিক সহয়তা প্রদান করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার সকালে মহেশপুর কালিবাড়ি মন্দিরে দেশীয় অস্ত্রের আঘাতে ৬টি প্রতিমা ভাঙচুর করে জাকির হোসেন। পরে তাকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানায়, প্রতিমা ভাঙচুর করার মামলার পর একমাত্র আসামি জাকির হোসেনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরন করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়াও আসামি জাকির হোসেন মানসিক ভারসাম্যহীন কিনা তা খতিয়ে দেখা  এবং পুরো ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি। 

প্রতিনিধি/একেবি