জেলা প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ১১:০২ এএম
‘বিশ্ব স্বাস্থ্যের ক্ষমতায়ন’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে মরহুম সিরাজুল ইসলাম ডায়াবেটিক হাসপাতালের আঙ্গিনায় নোয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে র্যালি, বেলুন উড়িয়ে ও কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
এসময় ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অ্যাড. এ বি এম জাকারিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো আবদুল্লাহ আল ফারুক।
নোয়াখালী ডায়াবেটিক সমিতি সেক্রেটারি অ্যাডভোকেট এ.টি.এম ফিরোজ আলম আজাদের সঞ্চালনায় বিশ্ব ডায়েবিটিস দিবস উপলক্ষে আলোচনা সভার আগে প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার নিয়ে নোয়াখালী শহরের কয়েকটি সড়কে র্যালি করে নোয়াখালী ডায়াবেটিক সমিতি।
দিবসটি উপলক্ষে হাসপাতাল আঙ্গিনায় বসে ‘ডায়াবেটিক মেলা’। যেখানে বিভিন্ন ওষুধ কোম্পানি বিনামূল্যে মানুষের ব্লাড সুগার পরীক্ষা করে। ডায়াবেটিস মাপার মেশিন ও চিনির বিকল্প দ্রব্য প্রচারের জন্য বিভিন্ন স্টলে রাখে।
প্রতিনিধি/এসএস