images

সারাদেশ

বরিশালে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৬ এএম

বরিশাল নগরীর ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রী রুপা আক্তারের (১৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর লুৎফুর রহমান সড়কে এই ঘটনা ঘটে।

এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে আত্মহনন বলে মনে হয়েছে। তবে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

নিহত রুপা আক্তার সৌদি প্রবাসী লিমন শেখের স্ত্রী ও দেলোয়ার ব্যাপারীর মেয়ে। তিনি তার বাবা, মা ও ছোট ভাইয়ের সঙ্গে নগরীর লুৎফুর রহমান সড়কের জাহাঙ্গীর হোসেনের ভাড়া বাড়িতে থাকতেন।

আরও পড়ুন

বিদেশে পাচার ও টাকা আত্মসাৎ, নারীসহ চারজনের বিরুদ্ধে মামলা

থানার ওসি জাকির হোসেন বলেন, অনেকক্ষণ সাড়া শব্দ না পেয়ে দুপুর একটার দিকে ছোট ভাই রামিন নিহত রুপার ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দেয়। তখন রুপাকে গলায় উড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ভাই রামিন। এরপর দরজা ভেঙে তাকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি/এসএস