জেলা প্রতিনিধি
১৩ নভেম্বর ২০২৪, ০৮:১২ এএম
ফরিদপুরে নিখোঁজের দু’দিন পর পুকুর থেকে আবরার জাওয়াদ দারুণ (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে পৌরশহরের গেরদা এলাকার এনাম মিয়ার পুকুরে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
আরও পড়ুন: সিলেটে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু
পরে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এর আগে গত রোববার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আবরার জাওয়াদ দারুণ।
নিহতের স্বজনদের অভিযোগ, জাওয়াদকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: রোহিঙ্গা শিবিরে সন্ত্রাসীদের হামলায় যুবক নিহত
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এমইউ