জেলা প্রতিনিধি
১০ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম
আওয়ামী লীগের ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঝালকাঠিতে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে জেলা ছাত্রদল।
রোববার (১০ নভেম্বর) দুপুরে শহরের ফায়ার সার্ভিস মোড়ে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
আরও পড়ুন: শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
এ সময় বক্তব্য রাখেন - জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান ও যোবায়ের তালুকদার মিশকাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসরদের সব ষড়যন্ত্র প্রতিহত করতে হবে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার করে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে।
আরও পড়ুন: খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণভোজ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের ছবি নিয়ে শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তারা বলেন, জনগণের সরকারকে আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ করতে শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। আওয়ামী লীগের সব ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রদলের নেতাকর্মীদের রাজপথে থাকতে হবে।
প্রতিনিধি/ এমইউ